শীতজনিত কারণে হাসপাতালে এক শিশুর মৃত্যু

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বিশেষ করে শ্রমজীবী মানুষজন শীতের তীব্রতায় নাকাল হয়ে কাজ করছে। শিশু ও বয়স্করা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। গতকাল বুধবার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে শীতজনিত কারণে আব্দুর রহমান নামে ২ বছরের এক শিশু মারা গেছে। রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র জানায়, সকালে জেলায় এবছরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালের জরুরি শাখায় কর্মরত নার্সিং সুপারভাইজার জুলেখা বেগম জানান, নিউমেনিয়ায় আক্রান্ত হয়ে আব্দুর রহমান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা, শাহীনুর রহমান সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।