ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গৃহবধূ হত্যার দায়ে ২ প্রেমিকের যাবজ্জীবন

গৃহবধূ হত্যার দায়ে ২ প্রেমিকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গুচ্ছগ্রামে গৃহবধূ সেতু খাতুনকে শ্বাসরোধে হত্যার দায়ে দুই পরকীয়া প্রেমিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসাথে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডাদেশপ্রাপ্তরা হলো ওই গ্রামের নুর ইসলাম ও শফিকুল ইসলাম। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে-খোদা মো. নাজির গত মঙ্গলবার এ রায় দেন। ওই আদালতের পিপি গাজী আব্দুর রহমান আলোকিত বাংলাদেশকে জানান, উপজেলার ঘাটিনা গ্রামের সাইফুল ইসলামের মেয়ে সেতুর বিয়ে বিচ্ছেদের পর বেতকান্দি গ্রামের বাকপ্রতিবন্ধী শিপন কারীর সঙ্গে তার দ্বিতীয় বিয়ে হয়। এর আগে থেকেই নূর ইসলাম ও শফিকের সঙ্গে সেতুর পরকিয়া ছিল। এমতাবস্থায় ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর মধ্যরাতে প্রেমিকরা সেতুকে স্বামীর বাড়ি থেকে ঘাটিনা ব্রিজ এলাকায় নিয়ে যায়। এ সময় তারা অবৈধ দৈহিক মিলনের প্রস্তাব দেয়। এতে সে অস্বীকার করে দুইজনের যে কোনো একজনকে বিয়ে করতে বলা হয়। বিয়ে না করে তারা তাদের দুইজনের বাড়িতে গিয়ে অবৈধ সম্পর্কের কথা বলে দেয়ার হুমকি দেয়। এ সময় তারা সেতুর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ব্যাপারে থানায় মামলা করা হয়। পুলিশ এ মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। বিজ্ঞ আদালত মামলার সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত