সড়কে ঝরল দুইজনের প্রাণ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নাটোরে ভটভটি উল্টে চালক এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

নাটোর : বড়াইগ্রাম উপজেলায় গরু বোঝাই ভটভটি উল্টে এক চালক নিহত হয়েছেন। এসময় অন্তত ৯ জন আহত হন। গতকাল বৃহস্পতিবার উপজেলার বনপারা-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের তরমুজ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বনপারা হাইওয়ে থানার পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, সকালে কুদ্দুস নামে এক গরু ব্যবসায়ী শ্যালো ইঞ্জিল চালিত ভটভটি যোগে ১৪টি গরু নিয়ে সিরাজগঞ্জের নওগাঁ হাটে যাচ্ছিলেন। এ সময় গাড়িতে ৯জন ছিলেন। উপজেলার তরমুজ তেল পাম্প এলাকায় পৌঁছালে ফিডার রোড থেকে মহাসড়কে উঠতে গিয়ে উল্টে যায়। এসময় চালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ব্রাহ্মণবাড়িয়া : সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় গত বুধবার বিকালে বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. সানু মিয়া নিহত হয়েছেন। নিহত সানু ওই গ্রামের মো. লালু মিয়ার ছেলে। খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, কুমিল্লা ট্রান্সপোর্টের যাত্রীবাহি বাস সুনামগঞ্জের দিকে যাওয়ার পথে বৈশামুড়া এলাকায় একটি ব্যাটারি চালিত বিভাটেক অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বিভাটেক চালক সানু মিয়া নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।