ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কয়রা নির্বাচন অফিস

প্রতিদিন সেবা পাচ্ছেন শত শত মানুষ

প্রতিদিন সেবা পাচ্ছেন শত শত মানুষ

খুলনার কয়রা উপজেলা নির্বাচন অফিস থেকে সেবাপ্রার্থী শত শত মানুষ প্রতিদিন নানাবিধ সেবা পাচ্ছেন। উপজেলা পরিষদের ৫ম তলায় নির্বাচন অফিসে গিয়ে দেখা গেছে, কয়রা সদরসহ ৭ ইউনিয়নের নারী-পুরুষরা সকাল থেকে বিকাল পর্যন্ত হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র ইস্যু করা, আইডি কার্ডে নাম সংশোধন করার কাজ করছেন। উপজেলা নির্বাচন অফিসার মো. হযরত আলী জানান, ভোটার তালিকা হালনাগাদকরণ, বাদপড়া ভোটারদের তাৎক্ষণিক অফিসে হাজির করিয়ে ভোটার করা, ভোটার স্থানান্তরের আবেদন গ্রহণ ও নিম্পত্তি করা, সংশোধনের আবেদন গ্রহণ ও নাম সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় ইস্যুকরণ, জাতীয় ও স্থানীয় সব পর্যায়ের নির্বাচন পরিচালনা কাজে নির্বাচন অফিস আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছে। জনসাধারণ কোনো ধরনের ভোগান্তি ছাড়া নিয়মিত সেবা পাচ্ছে বলে তিনি জানান।

উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য গণেশ চন্দ্র মন্ডল বলেন, প্রায় সময় ইউনিয়নের লোকদের ভোটার তালিকায় নাম সংশোধন, আইডি কার্ড সংশোধনসহ বিভিন্ন কাজে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে ভালোভাবে সেবা পাচ্ছি। এতে জনপ্রতিনিধিরা ও সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যবোধ করছেন বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত