সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু হয়েছে। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উদ্যোগে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে ইংলিশ ক্যাম্পের মাধ্যমে এ উৎসব শুরু হয়। প্রথম দিনের সেসন শুরু করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও শিক্ষক মুনজেরিন শহীদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। উপজেলার ৭০টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র আলহাজ মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলামসহ আরো অনেকে।