ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালীগঞ্জে রাস্তা প্রশস্তকরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কালীগঞ্জে রাস্তা প্রশস্তকরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘারা দয়ারামপুর সড়কের প্রশস্তকরণ কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) ৮ কিলোমিটার রাস্তা প্রশস্তকরণ এ কাজের চুক্তিমূল্য প্রায় কোটি টাকা। মাটির তৈরি এ রাস্তা প্রশস্তকরণ কাজ পান যশোরের চৌগাছার মেসার্স মাহফুজ এন্ড ব্রাদার্স নামের এক ঠিকাদারী প্রতিষ্ঠান। ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে কাজটি ক্রয় করে কালীগঞ্জের আসাদুল ইসলাম লিটু নামের এক ঠিকাদার। চুক্তিতে প্রশস্তকরণের মাটি ক্রয় করে দেয়ার কথা রয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানের। কিন্তু তা না করে রাস্তার পাশের মালিকানা জমি থেকে জোরর্পূবক মাটি ভেকু মেশিন দিয়ে কেটে রাস্তায় দিয়েছে। ঠিকাদার লিটু সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কয়েকজন ব্যক্তির আবাদি ও বসতবাড়ির জমি থেকে মাটি কাটতে গেলে তারা দিতে রাজি হয়নি। পরে প্রভাবশালী ওই ঠিকাদারের চাপের মুখে অন্য জায়গা থেকে মাটি কিনে আনতে বাধ্য হয়েছে। ভুক্তভোগী মাস্টার প্রভাত কুমার রায় অভিযোগ করে বলেন, আমার আবাদি ও বসত বাড়ির আঙিনার মাটি কেটে রাস্তা প্রশস্তকরণ করতে যায় ঠিকাদার লিটু। আমি তাতে রাজি না হলে আমাকে বলে সরকারি কাজে বাধা দিলে আপনার নামে মামলা হবে। যেহেতু আবাদি ও বসতবাড়ির জমি তাই আমি মামলা ও তার ভয়ে অন্য জায়গা থেকে মাটি কিনে দিতে বাধ্য হই। ৪১ গাড়ি মাটি আমি অন্যত্র থেকে প্রতি গাড়ি ৯০০ টাকা মূল্যে মোট ৩৬ হাজার ৯০০ টাকার মাটি ক্রয় করে এনে ওই ঠিকাদারকে দিই। ফলে আমি আর্থিকভাবে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত