ঢাকা ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শ্রীনগরে সরকারি খালের মাটি কাটার হিড়িক

শ্রীনগরে সরকারি খালের মাটি কাটার হিড়িক

মুন্সীগঞ্জের শ্রীনগরে গোয়ালী মান্দ্রা-শ্রীনগর সরকারি খালের মাটি কাটার হিড়িক চলছে। দুই পাশের বাসিন্দারা প্রতিদিন খাল থেকে মাটি কেটে তাদের নিজদের বাসা বাড়ি ভরাট করছেন। এভাবে সরকারি খালের মাটি কেটে বাসাবাড়ি ভরাট করলেও প্রশাসনিকভাবে নেয়া হয়নি কোনো উদ্যোগ। গত বৃহস্পতিবার সরেজমিনে শ্রীনগর মাশুরগাঁও ফেরিঘাট থেকে গোয়ালীমান্দ্রা বাজার পর্যন্ত খালপাড়ের পয়েন্টে গিয়ে দেখা যায়, পাটাভোগ ইউনিয়নের মাশুরগাঁও, ফৈনপুর, কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাইকশা এলাকায় দুই পাশের বাসিন্দারা সকাল থেকে সরকারি এই খালে শ্রমিক দিয়ে খাল থেকে মাটি কেটে তাদের বাসাবাড়ি ভরাট করছেন। প্রতিনিয়ত শ্রমিকদের দিয়ে লাখ লাখ টাকার বাসাবাড়ি ভরাট করলে এযেন দেখার কেউ নেই।

জানা যায়, দক্ষিণ পাইকশা খালের অংশে বাঁধ নির্মাণ করে খালের পানি প্রবাহ বন্ধ করে কোলাপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল ভেক্যু পারাপারা করছেন। চলমান খালের উপর বাঁধ নির্মাণ করায় পানি প্রবাহ বন্ধ রয়েছে। দক্ষিণ পাইকশা খালের অংশে বাঁধ দেয়ার ব্যাপারে কোলাপাড়া ইউনিয়ন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেলের কাছে জানতে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত