ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সব ধরনের চালের দাম বাড়তি

সব ধরনের চালের দাম বাড়তি

শষ্য ভাণ্ডার খ্যাত উত্তরের জেলা নওগাঁ। আমনের ভরা মৌসুমেও কমছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মোটা চাল (স্বর্ণা-৫) ও সরু চালের দাম বেড়েছে কেজিতে ২ টাকা। তবে সুগন্ধি জাতের চালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। এ অবস্থায় চালের বাজার মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করছেন ভোক্তারা।

ভরা মৌসুমে চালের দাম না কমায় ভোক্তাদের দুশ্চিন্তা বেড়েছে। এক সময় যারা সরু চালের ভাত খেতেন চালের দাম বাড়ায় তারা মোটা চাল কিনেন। কিন্তু মোটা চালের দামও বাড়ছে। চালের দাম বাড়লে নিম্ন ও মধ্যবিত্তদের বিপাকে পড়তে হয়। সবজির দাম কিছুটা কমলেও বাজারে সব ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ঊর্ধ্বমুখী। ধানের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় চালের দাম বেড়েছে। বাজারে ধানের সরবরাহ কমায় ব্যবসায়ীরা বেশি দামে ধান কিনছেন।

খুচরা চাল ব্যবসায়ীরা বলছেন, চালের বাজার ঊর্ধ্বমুখী। বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। বাজার প্রায় ক্রেতাশূন্য হওয়ায় ব্যবসায় মন্দা চলছে। একান্ত প্রয়োজন ছাড়াই ক্রেতারা চাল কিনছেন না। আর কিনলেও খুবই সামান্য। সরু চালের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় মোটা চালের দাম বাড়ার আশঙ্কা করছেন তারা। পৌর ক্ষুদ্র চাল বাজারের ব্যবসায়ী আক্কাস আলী বলেন, সপ্তাহের ব্যবধানে বেড়েছে চালের দাম। সরু ও মোটা জাতের চাল (স্বর্ণা-৫) কেজিতে বেড়েছে ২ টাকা। ২ টাকা বেড়ে বিক্রি হচ্ছে স্বর্ণা-৫ জাতের চাল ৫০-৫২ টাকা, ব্রিআর-২৮ বিক্রি হচ্ছে ৬০-৬২ টাকায়, জিরাশাইল ৬৫-৭৬ টাকা, কাটারি ৭০-৭৫ টাকা। এছাড়া সুগন্ধি চিনিগুঁড়া জাতের চাল ৫ টাকা বেড়ে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকা। তবে ৪৯ জাতের চাল ৫৫-৫৬ টাকায় বিক্রি হলেও স্থিতিশীল রয়েছে। নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার সমিতির সভাপতি মকবুল হোসেন বলেন, বাজারে সব ধরনের চালের দাম বেড়েছে। এ মৌসুমে যেসব চাল বাজারে আসার কথা তার মধ্যে মোটা জাতের (স্বর্না-৫) চাল এসেছে। অন্য কোনো জাতের চালের সরবরাহ বাজারে না থাকায় দাম বাড়ছে। যেহেতু সরু জাতের চালের দাম বাড়ছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যে মোটা চালের দাম বাড়বে। তবে আতপ চালের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত