ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নোবিপ্রবিতে চতুর্থ শিল্প বিপ্লববিষয়ক প্রশিক্ষণ

নোবিপ্রবিতে চতুর্থ শিল্প বিপ্লববিষয়ক প্রশিক্ষণ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তাদের নিয়ে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমাদের করণীয়’ শীর্ষক প্রশিক্ষণ হয়েছে। গতকাল শনিবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে আইকিউএসি সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন প্রধান অতিথি ভিসি প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।

বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, রেজিস্ট্রার (অ. দা.) মোহাম্মদ জসীম উদ্দিন, নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব ও সঞ্চালনা করেন নোবিপ্রবি আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল বাশার। রিসোর্স পার্সন হিসেবে ছিলেন, ডাটা সফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর মাহমুদ।

ভিসি বলেন, আমাদের একটি মেধাবী প্রজন্ম রয়েছে, তারা চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে প্রতিনিয়ত নিজেকে খাপ খাওয়াতে হবে। ইচ্ছা শক্তিকে কাজে লাগাতে হবে। এই আয়োজনের সফলতা কামনা করছি এবং প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সবাইকে অভিনন্দন জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত