কয়রায় জমি দখলের পাঁয়তারা

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি মৌজার এসএ ৩২২ খতিয়ানের ৫১০৬ দাগভুক্ত এবং হাল ডিপি ৩২৮৫ খতিয়ানের ৫০৬০ হাল দাগের ০.৪৪ একর জমি জোর জবরানে দখলের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জোড়শিং গ্রামের মৃত কোমর উদ্দীন গাজীর ছেলে নুরউদ্দীন গাজী একই গ্রামের মৃত দবির গাজীর ছেলে আবুল গাজী ও আবুল গাজীর ছেলে খালিদ গাজীকে বিবাদী করে গতকাল শনিবার কয়রা থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেছেন। বাদী নুরউদ্দীন গাজী অভিযোগে উল্লেখ করেন, ওই জমি তিনি কবলামূলে ক্রয় করে দীর্ঘদিন ভোগদখল করে আসছেন। কিন্তু বিবাদীদ্বয় ওই জমিতে ভোরে গায়ের জোরে ধান রোপণ শুরু করে। তাদের ধান রোপণে নিষেধ করা হলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারধর করতে উদ্যত হয়। এ অবস্থায় শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় তিনি বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। নুরউদ্দীন গাজী আরো জানান, নালিশী জমি নিয়ে ইউপি চেয়ারম্যানের শালিসনামা তার পক্ষে রয়েছে। কিন্তু বিবাদীরা চেয়ারম্যানের শালিসনামার তোয়াক্কা না করে জোর জবরানে তার দীর্ঘদিনের স্বত্ব দখলীয় জমি হস্তগত করার পাঁয়তারা করছে।

এ ব্যাপারে কয়রা থানার ওসি এবিএমএস দোহা বলেন, দক্ষিণ বেদকাশি মৌজার জমি জায়গার অভিযোগে পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।