ক্ষুদ্র ও মাঝারি বৃহৎ শিল্পের উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য লক্ষ্মীপুর স্টেডিয়ামে মাঠে উদ্যোক্তা মেলার আয়োজন করেছে লক্ষ্মীপুরের ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। মেলা চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ২০ টাকা টিকিতে মেলায় প্রবেশ করতে পারবেন দর্শনার্থী ও ক্রেতারা। গত শুক্রবার মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ, পৌর মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নুর-এ আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের উপ-ব্যবস্থাপক মো. মাকসুদুর রহমান। মেলা উদ্বোধন অনুষ্ঠানে সঞ্চালনায় করেন লক্ষ্মীপুর সমাচার পত্রিকার সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ। উদ্যোক্তা মেলায় ৫০টি স্টলে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্যসামগ্রীর বিক্রির জন্য স্থান পেয়েছে।