শরুব ইয়ুথের জলবায়ু অবরোধ কর্মসূচি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলমগীর সিদ্দিকী, শ্যামনগর (সাতক্ষীরা)
সাতক্ষীরার শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের জলবায়ু অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রবার উপকূলীয় ঈশ্বরীপুর ইউনিয়নে কদমতলা খালের পার্শ্ববর্তী স্থানে যুব সংগঠন শরুব ইয়ুথ টিমের আয়োজনে উপকূলীয় যুবদের উপস্থিতে জলবায়ু অবরোধ কর্মসূচি উদযাপন করা হয়। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল তথা সারা বিশ্বের উন্নয়নের সব পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলো গ্রীনহাউজ গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। বাংলাদেশ কোনো ভূমিকা না রেখেও বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল আরো বেশি ঝুঁকির মধ্যে রয়েছে।
এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার জন্য সুইডেনের স্কুল ছাত্রী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গের ফ্রাইডেজ ফর ফিউচার, সারাবিশ্বের সাধারণ জনগণ, যুব ও স্কুল ছাত্ররা প্রতি সপ্তাহের শুক্রবারে জনসমাবেশ, র্যালি, মানববন্ধন ও পথসভা করছে। এরই ধারাবাহিকতায় যুব সংগঠন শরুব ইয়ুথ টিম সারা বিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে বিশেষত বাংলাদেশের উপকূলীয় সমস্যা ও দাবিগুলো জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে সপ্তাহের প্রতি শুক্রবার ‘জলবায়ু অবরোধ কর্মসূচি উদযাপন’ করেছে। জলবায়ু অবরোধ কর্মসূচি অনুষ্ঠানে সভাপতিত্ব শরুব ইয়ুথ টিমের নির্বাহী পরিচালক এসএম জান্নাতুল নাঈম। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক- রাশিদুল ইসলাম, সদস্য এহসানুল মাহবুব তানভীর, ফুয়াদ মাহমুদ সুজন, সাকিব, জাহিদ, কাজল, উবাইদা, রাশিদুল (২), সাগর হোসেন, আল-আমিন প্রমুখ।