ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানার নবাগত ওসি নজরুল ইসলামের সঙ্গে গত শনিবার ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নবাগত ওসি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সব অপরাধমূলক কর্মকাণ্ড কমে যাবে। সভায় বক্তব্য দেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু ও ইন্সপেক্টর (তদন্ত) মো. আজাহার আলী। সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক, মনজুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সুজন, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন (দৈনিক আলোকিত বাংলাদেশ), কার্যকরী সদস্য মো. হারুনুর রশীদ প্রিন্স, আমিনুল ইসলাম বাবু, আরমান আলী, মনিরুজ্জামান মনির, মোখলেছুর রহমান, মনিরুজ্জামান, মাইদুল ইসলাম মুকুল, ডা. আব্দুল লতিফ ও মো. আজিজুল হক। সাংবাদিকদের পক্ষ থেকে প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক নবাগত ওসিকে বিভিন্ন এলাকার মাদকদ্রব্য নির্মূল, চুরি-ছিনতাই বন্ধ ও বিভিন্ন পয়েন্টে ভাসমান পতিতাবৃত্তি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে এবং সাংবাদিকদের তথ্য প্রদানের আহ্বান জানান। ওসি মাদক নির্মূলে জিরো টলারেন্সসহ অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে ন্যায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত