কেকেসি’র উদ্যোগে করিমগঞ্জে কম্বল বিতরণ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কিশোরগঞ্জ প্রতিনিধি

‘চলব মোরা একসাথে-জয় করব মানবতাকে’ এই স্লোগান নিয়ে বর্নিল সাজে করিমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেসিসি সংগঠনের সভাপতি ব্যবসায়ী মো. নুরুল হকের সভাপতিত্বে গত শনিবার আলোচনা ও কম্বল বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. কামরুজ্জামান খান, করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, ওসি মো. শামসুল আলম সিদ্দিকী, পৌরসভার মেয়র হাজী মো. মুছলেহ উদ্দিন, পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম, বনিক সমিতির সভাপতি মো. মাহাবুবুর রহমান, সাধারন সম্পাদক বুলবুল চৌধুরী সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর সিরাজীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতারা। কিশোরগঞ্জে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার তরুণনির্ভর উচ্চ শিক্ষিত বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত সংগঠন কেসিসি ইতিমধ্যে সামাজিক মানবিক কর্মকান্ডে ব্যাপক সুনাম অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ৫০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান আরিফ, যুগ্ম সম্পাদক ব্যাংকার আলমগীর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. ইবনে আবদুল্লাহ শাহজাহান। ব্যবস্থাপনায় ছিলেন সমাজ সেবক ওয়ালটন ডিসটিবিউটর মো. শাহাজাদা ও নাজমুল ইসলাম।