নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রশিক্ষণ
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
কাউখালীতে নারী উন্নয়ন সমিতি ও জাইকার উদ্যেগে গতকাল রোববার উপজেলা পরিষদ হলরুমে নারী ও শিশু নির্যাতন, ইভটেজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা আনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাইকার প্রতিনিধি রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুজন সাহা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহান প্রমুখ। প্রশিক্ষণে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক এবং মাদ্রাসা পর্যায়ের প্রধান শিক্ষকসহ ১৫০ জন উপস্থিত ছিলেন।