এক ওয়াক্ত নামাজ পড়লেই একটি চকোলেট
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
শরীফ প্রধান, দাউদকান্দি (কুমিল্লা)
মসজিদে এসে এক ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়লেই একটি চকলেট পাচ্ছে শিশুরা। শিশু-কিশোরদের মোবাইলফোনের আসক্তিসহ নানা অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে এমন অভিনব কার্যক্রম শুরু করেছে কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদ কমিটি। কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের কাদিয়ারভাঙ্গা গ্রামে অবস্থিত প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদ ওই সমাজের শিশু-কিশোরদের মসজিদমুখী করা, ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে এবং মোবাইল মাদকতা, মাদকের সম্পৃক্ততা থেকে দূরে রাখাসহ, নানা অপরাধ থেকে দূরে রাখতেই এমন অভিনবপদ্ধতির শুরু করেছে বলে জানা গেছে। ওই সমাজের সদস্য, কাদিয়ারভাঙ্গা সামিত-সাফাত স্পোর্টিং ক্লাবের সভাপতি তরুণ উদ্যোক্তা মো. শান্ত প্রধান বলেন, আমাদের শিশু-কিশোরদের মসজিদমুখী করতে এই চকলেট পদ্ধতি চালু করছি। এতে শিশুরা মসজিদে আসছে। তাদের খেলাধুলা করার জন্য নির্ধারিত সময় দিয়েছি এবং আজান হলেই মসজিদে যাওয়ার নির্দেশ দেয়া আছে। কাদিয়ারভাঙ্গা প্রধানগোষ্ঠী আল-আকসা মসজিদের ঈমাম মাওলানা হাফেজ সাইফুল ইসলাম বলেন, নামাজ পড়লেই চকলেট দেয়া হচ্ছে। এটা শুরুর পর থেকে মসজিদে শিশুদের আগমন বাড়ছে। এভাবে আসতে থাকলে একদিন ওরা আর চকলেটের জন্য আসবে না। প্রকৃত মুসল্লিতে পরিণত হবে, আদব শিখবে- এটা ভালো উদ্যোগ।
মসজিদ কমিটির সেক্রেটারি সাংবাদিক মো. শরীফুল ইসলাম বলেন, বর্তমানে সমাজের তরুণরা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। পরিবারের কথা শুনছে না। দিন দিন সামাজিক অবক্ষয় বেড়েই চলছে। শিশু-কিশোররা ধর্মীয় শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। আমাদের শিশু-কিশোর ও তরুণদের বিপদগামিতা থেকে ফিরাতে, মাদকমুক্ত সুন্দর আদর্শ সমাজ গড়ে তুলতেই এ কার্যক্রম।