ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
কুষ্টিয়া ও লালমনিরহাটে গতকাল সোমবার ট্রেনে কাটা পড়ে দুইজন মারা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুষ্টিয়া : কবুরহাট-দোস্তপাড়া পুলপাড়া ব্রিজে মধুমতি ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মারা গেছে। পোড়াদহ রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মৃত্যুর ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছে না। এ ঘটনায় পোড়াদহ রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
লালমনিরহাট : পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে চলন্ত ট্রেনের সামনে রেললাইনে শুয়ে আত্মহত্যা করেছে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, বুড়িমারী থেকে লালমনিরহাটগামী একটি ট্রেন বেলতলি এলাকায় পৌঁছালে চলন্ত ট্রেনের সামনেই রেললাইনে শুয়ে পড়েন অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পাটগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মজিদার রহমান জানান, মৃত ব্যক্তির পরনে ছিল লুঙ্গি আর সোয়েটার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং লালমনিরহাট রেলওয়ে থানাকে খবর দেয়া হয়েছে বলেও জানান তিনি। লালমনিরহাট রেলওয়ে জিআরপি থানার ওসি ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।