জলমহালে বালু ভরাটে ইজারা নিয়ে বিপাকে মৎস্যজীবীরা

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামে বন্যার পানিতে বালু পড়ে জলমহাল ভরাট হয়ে যাওয়ায় ইজারা নিয়ে বিপাকে মৎস্যজীবী সমিতির সদস্যরা। ইজারাকৃত জলমহালে মাছ চাষ করতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রায় ২৩ জন মৎস্যজীবী। এ বিষয়ে একাধিকবার স্থানীয় উপজেলা ও জেলা প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার মেলেনি।

অভিযোগ সূত্রে জানা যায়, জেলার ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের প্রায় ১২ একর আয়তনের দক্ষিণ তিলাই জলমহাল ইজারা নেয় চর ভূরুঙ্গামারী ইউনিয়নের মৎস্যজীবী সমবায় সমিতি। উপজেলা প্রশাসনের নিকট থেকে গত বছর এপ্রিল মাসে ১০ লাখ ৮০ হাজার টাকায় তিন বছরের জন্য ইজারা নেয়। যার প্রথম কিস্তি হিসেবে তিন লাখ ষাট হাজার টাকা সরকারি দপ্তরে জমা করেছেন। কিন্তু ইজারা নেয়ার পর গত বছরে দফায় দফায় বন্যায় ভারত থেকে আসা দুধকুমার নদের ভাঙনের মুখে পড়ে জলমহাল ছড়াটি বালু ভরাট হয়ে যায়। এতে করে জলমহালটি মাছ চাষের জন্য অনুপযোগী হয়ে পড়ে। মাছ চাষ করতে না পেরে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েন সমিতির সদস্যরা। ফলে আর্থিক ক্ষতি সামলিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি উপজেলা এবং জেলা প্রশাসনকে গত বছরের ১১ অক্টাবর এটি লিখিতভাবে জানায়।

সমিতির সভাপতি সহিদ আলী বলেন, গতবছর এপ্রিল মাস থেকে তিন বছরের জন্য ছড়াটি ইজারা নেয়া হয়েছে। কিন্তু বন্যা এসে বালুতে ছড়াটি ভরাট হয়ে যায়। এতে করে আমরা আর মাছ চাষ করতে পারছি না। সমিতির ২৩ জন সদস্য ধারদেনা করে ইজারা নিলেও কোনো লাভ হয়নি। উল্টো এখন ধারদেনা পরিশোধ করা এবং সরকারকে বাকি টাকা দেয়া নিয়ে চিন্তায় আছি। জেলা ও উপজেলা প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার জন্য লিখিতভাবে জানিয়েও কোনো লাভ হয়নি।

এ বিষয়ে জেলা প্রশাসক সাইদুল আরীফ বলেন, দক্ষিণ তিলাই জলমহালটি যে মৎস্যজীবী সমিতি ইজারা নিয়েছে তাদের সমস্যার কথা জানলাম।