কোটি টাকার স্বর্ণের বার ফেলে পালাল পাচারকারীরা
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে চোরাকারবারিদের ফেলে যাওয়া এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশের টহল দলের সদস্যরা। গতকাল মঙ্গলবার পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের চালানটি উদ্ধার করা হয়। বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা বেনাপোল পোর্ট থানার সাদিপুর সীমান্তের একটি ব্রিজের ওপর অবস্থান করছে। এমন সংবাদে থানা পুলিশের বিশেষ একটি দল এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে।