পরকীয়ার কারণে স্বামীকে হত্যা

স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পরকীয়ার কারণে স্বামী মোকসেদুর রহমানকে হাত-পা বেঁধে হত্যা করে ইছামতি নদীতে ফেলে রেখেছিল পাষ- স্ত্রীর প্রবাসী প্রেমিক জাহিদ সরকার। এ ঘটনায় স্ত্রী আসমা বেগমকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওলিয়ার রহমান গ্রেপ্তার করে গত সোমবার মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। পরে তিনি স্বামীকে হত্যা করার বিষয়টি স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারমূলক জবানবন্দি দিয়েছেন। মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ হত্যায় সহযোগিতা করেছেন পরকীয়া প্রেমিকের আরো ২ সহযোগী বলে জানা গেছে। গত ১৭ জানুয়ারি সিরাজদিখান উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের বরাম বাজার সংলগ্ন ইছামতিনদীর তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর (ওসি) জামালউদ্দিন বলেন, আসমা বেগম মুন্সীগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে গত সোমবার বিকালে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এতে একটি চাঞ্চল্যকর হত্যার ঘটনার রহস্য উন্মোচিত হলো। সিরাজদিখান থানার ওসি একেএম মিজানুল হক জানান, যুবকের পরিচয় পাওয়ার পরই লাশ উদ্ধার নিয়ে এ ঘটনা নতুন মোড় নেয়। তদন্ত চলাকালে বেরিয়ে আসে নানা তথ্য। গত রোববার রাতে গ্রেপ্তারের পর সিরাজদিখান থানা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদে যুবককে হত্যার রহস্য উদঘাটন হয়।