উন্নতমানের সবজি চাষের বিজ্ঞাননির্ভর একটি আধুনিক চাষ পদ্ধতি মালচিং। বগুড়ার সোনাতলা উপজেলায় এ পদ্ধতির চাষাবাদ শুরু হয়েছে। উপজেলার পাকুল্লা ইউনিয়নের হুয়াকুয়া গ্রামে কৃষক নজরুল ইসলাম ২৫ শতক জমিতে পলিথিন মালচিং পদ্ধতিতে মরিচের চাষাবাদ শুরু করেছেন। রাজশাহী কৃষি উন্নয়ন প্রকল্পের সহায়তায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সোনাতলায় এটি বাস্তবায়িত হচ্ছে। নতুন এ কৃষি পদ্ধতি দেখতে প্রতিদিন সোনাতলার হুয়াকুয়া গ্রামে ভিড় করছে অন্যান্য এলাকার কৃষকসহ সোনাতলার কৃষকরা। সরেজমিন হুয়াকুয়া গ্রামের ওই আধুনিক পলিথিন মালচিং পদ্ধতির জমিতে গিয়ে দেখা গেছে, জমিতে প্রয়োজনীয় উপাদান বিছিয়ে উপরে সিলভার রং এবং ভেতরে কালো রঙের বিশেষ ওই পলিথিন বিছিয়ে দিয়ে তৈরি করা হয়েছে মরিচের বেড। ওইসব বেডে নির্দিষ্ট দূরত্বে পলিথিন ফুটো করে রোপণ করা হয়েছে মরিচের চারা। বেড়ে ওঠা মরিচের চারাগুলোকেও বেশ সতেজ ও প্রাণবন্ত দেখা গেছে।
সোনাতলা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহরাব হোসেন জানান, সোনাতলায় শুরু হওয়া মালচিং পদ্ধতির চাষাবাদ দেখে কৃষকরা আশাবাদী ও উৎসাহী হচ্ছেন। এ পদ্ধতির চাষাবাদে ব্যয় কম। চাষিরা যাতে এ ধরনের চাষে উদ্বুদ্ধ হয় সেজন্য আমরা তৎপর রয়েছি।