ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ের নিয়োগ নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষকে লাঞ্ছিতের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার উপজেলার গালুয়া ইউনিয়নের জিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যুৎ চন্দ্র কবিরাজ রাজাপুর থানায় অভিযোগ করেন।
প্রধান শিক্ষক অভিযোগে জানান, বিদ্যালয়ের পাঁচটি পদে নিয়োগ চেয়ে ২০২২ সালের ৩০ মার্চ পত্রিকায় একটি বিজ্ঞাপন প্রকাশ করে কর্তৃপক্ষ। ম্যানেজিং কমিটির কতিপয় লোক নিয়োগ নিয়ে বাণিজ্য করায় স্থানীয় জোয়াইব মিয়া নামে এক নিয়োগপ্রত্যাশী আদালতে মামলা করলে ৯ মাস নিয়োগ প্রক্রিয়া বন্ধ থাকে। মামলা নিষ্পত্তি হলে পুনরায় নিয়োগ চেয়ে বিজ্ঞাপন করা হয়। এ নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কতিপয় লোক পাঁচ পদে আবারও ২৬ লাখ টাকার একটি বাণিজ্য করেন। বিষয়টি প্রধান শিক্ষক জানতে পেরে বাধা দেন। এর জেরে কমিটির সদস্য হেমায়েত হাওলাদার ও রহমান খান স্থানীয় গালুয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাপ্পি মিয়া ও ছাত্রলীগ নেতা আরিফ মিয়াকে নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। এ সময় তারা প্রধান শিক্ষককে উপজেলা শিক্ষা অফিসে গিয়ে পাঁচ পদে নিয়োগ দিতে তারিখ নেয়ার জন্য চাপ দেন তারা। প্রধান শিক্ষক অনিহা প্রকাশ করলে তাকে টেনেহিঁচড়ে বের করাসহ লাঞ্চিত করেন। অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি রহমান খান তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, বিদ্যালয়ের নিয়োগ নিয়ে গত তিন মাস থেকে প্রধান শিক্ষক সময় নষ্ট করছেন। আজ আমরা বিদ্যালয়ে গিয়ে তাকে জিজ্ঞো করছি- শিক্ষা অফিসে যাবেন কি না। ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল্লাহ আল-আলামিন বলেন, পরবর্তী মিটিংয়ে এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।