কয়রায় বন্যপ্রাণী ও মৎস্যসম্পদ সংরক্ষণে ক্যাম্পেইন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে জাইকার সহায়তায় উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে গতকাল বুধবার বন্যপ্রাণী ও মৎস্য সংরক্ষণ আইনের ওপর জনসচেতনতা বৃদ্ধিতে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানির সভাপতিত্বে ও ইউপি সচিব সুমন ঘোষের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনারের এম সাইফুল্লাহ। বক্তব্য দেন সামাজিক বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সহকারী মৎস্য অফিসার নাসির উদ্দিন, ইউএনও অফিসের সিএ তাপস কুমার প্রমুখ।