২৩ বছর পর ভূমি দখল পেলেন বৃদ্ধ দম্পতি

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ভূমি অফিসের সহযোগিতায় ২৩ বছর পর বন্দোবস্ত ভূমি দখল পেলেন ভূমিহীন দম্পতি আব্দুল আউয়াল এবং আনুয়ারা বিবি। গতকাল বুধবার উপজেলা নির্বাহী অফিসার এবং ভারপ্রাপ্ত অ্যাসিল্যান্ড পদ্মাসন সিংহ’র নির্দেশে ওই বৃদ্ধ দম্পতিকে মাপঝোঁক করে জমি বুঝিয়ে দেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. হাবিবুর রহমান। জানা যায়, ২০০০ সালে উপজেলার ৩নং ইউনিয়নের মুকারিমপুর মৌজার আমন রকম কৃষি জমি স্থায়ী বন্দোবস্ত পান একই এলাকার আব্দুল আউয়াল এবং তার স্ত্রী আনুয়ারা বিবি। স্থায়ী বন্দোবস্ত পাওয়ার পর কিছুতেই ওই জমিতে আবাদ করতে পারছিলেন না তারা। তাতারী মহল্লার জৈনক ব্যক্তিরা জোরপূর্বক জমিটি দখল করে রেখেছিলেন। দীর্ঘ ২৩ বছর এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচারের জন্য ঘুরেছেন ভুক্তভোগী দম্পতি। অবশেষে নিরুপায় হয়ে ভূমিটি দখল পেতে কয়েক মাস আগে তাদের ছেলে অলি মিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভূমিদস্যুদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি আমলে নিয়ে সরেজমিন জমিটি মাপঝোঁক করে বুঝিয়ে দেয়ার জন্য সংশ্লিষ্ট বানিয়াচং উপজেলা ভূমি অফিসকে নির্দেশ দেন তিনি। নির্দেশ মোতাবেক লাল নিশান দিয়ে সীমানা নির্ধারণ করে জমিটি বৃদ্ধ দম্পতিকে বুঝিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চেইনমেন নুরুল আমীন, স্থানীয় ওয়ার্ড মেম্বার তোফাজ্জল হোসেন, সমাজ সেবক আবুল কালাম আজাদ, মো. নুরুল আমীন, আবুল ফজল, শরীফ উদ্দিন, এশিয়ান টিভির বানিয়াচং প্রতিনিধি আনোয়ার হোসেন, সাংবাদিক শেখ নুরুল ইসলাম, রিতেষ কুমার বৈষ্ণব, সুজন মিয়া প্রমুখ।

আব্দুল আউয়াল এবং আনুয়ারা বিবি জানান, দীর্ঘ ২৩ বছর পর উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৯৮ শতকের ভূমিটি দখল পেয়েছেন। আমরা প্রশাসনের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।