ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

নওগাঁয় পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ

নওগাঁয় পাটজাত পণ্য তৈরি বিষয়ক প্রশিক্ষণ

নওগাঁয় ৫ দিনব্যাপী ‘বহুমুখী পাটজাত পণ্য তৈরী’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বৃহস্পতিবার দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়। সমাপনী অনুষ্ঠানে সনদপত্র বিতরণ করে বিসিক নওগাঁর উপ-ব্যবস্থাপক শামীম আকতার মামুন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ অকতার, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দিন, এসএমইএফ নির্ধারিত প্রশিক্ষক কাজী আশরাফুল হক, এসএমই প্রতিনিধি আন্জুমান আরা পারভীন এবং স্থানীয় নারী উদ্যোক্তা পারুল আকতার। প্রশিক্ষণে স্থানীয় ৩০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে হ্যান্ডব্যাগসহ প্রাত্যহিক ব্যবহৃত বিভিন্ন মনোলোভা দ্রব্যসমূহ তৈরি করা শেখানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত