মেহেরপুর শহরের কাথুলি সড়কে মালিথা ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে কমপক্ষে ১৫ লাখ টাকার ফার্নিচার। গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা গিয়ে আগুন নেভায়। কারখানার মালিক ও এলাকাবাসীর ধারণা শত্রুতাপূর্বক কেউ রাতের আঁধারে কারখানাটিতে আগুন লাগিয়েছে। মেহেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে কাথুলি সড়ক দিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকের চালক প্রথমে এ কারখানায় আগুনের শিখা দেখতে পান। প্রথমে মেহেরপুর ফায়ার সার্ভিসে ফোন দেয়ার জন্য ফোন নম্বর না পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দিয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি জানান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কমপক্ষে ১৫ লাখ টাকার ফার্নিচার। ফার্নিচারের মালিক সোহাগ মালিথা জানান, ভোর ৫টার দিকে এলাকাবাসী মোবাইল ফোনে জানায় কারখানায় আগুন লেগেছে। কারখানায় গিয়ে তিনি দেখেন, ফার্নিচার মালিকদের ডেলিভারি দেয়ার জন্য রাখা খাট, দরজার পাল্লা ও চৌকাঠ, জানালার পাল্লা ও চৌকাঠ, ডাইনিং টেবিলসহ আরো অনেক ফার্নিচার এবং ১৫০ সিএফটি সাইজ কাঠ একটি শেডের নিচে রাখাছিল, সেই ফার্নিচারগুলোর সবই পুড়ে ছাই হয়ে গেছে।