ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পাবনায় ট্রেতে বীজ বপনের মাধ্যমে চারা তৈরি কার্যক্রমের উদ্বোধন

পাবনায় ট্রেতে বীজ বপনের মাধ্যমে চারা তৈরি কার্যক্রমের উদ্বোধন

পাবনা সদর উপজেলায় সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ৫০ একর জমিতে বীজ সহায়তায় এবং উপজেলা কৃষি অফিসের উদ্বুদ্ধকরণের মাধ্যমে কৃষকের ৪০ একর জমিতে সমলয় চাষাবাদে প্রথম পর্যায়ে মেশিনের সাহায্যে ট্রেতে বীজ বপনের মাধ্যমে চারা তৈরি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাহানা পারভীন লাবনী, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলার জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ কৃষিবিদ প্রশান্ত কুমার সরকার, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ রোকনুজ্জামান, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি অফিসারসহ অন্যান্য উপসহকারী কৃষি অফিসাররা এবং কৃষকরা। উপজেলা কৃষি অফিসার জানান, চলতি রবি মৌসুমে দেশে যেন খাদ্য ঘাটতি না দেখা যায় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় যেসব জমিতে আমন ধান কেটে পতিত ফেলে রাখা হতো সেসব আবাদযোগ্য অনাবাদি পতিত জমিতে স্বল্প জীবনকালের সরিষা চাষ করে তেল ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বোরো ধান আবাদের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যকে সামনে রেখে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প থেকে প্রাপ্ত অটোমেটিক বীজ বপন যন্ত্রের সাহায্যে চারা তৈরি করা হচ্ছে। যন্ত্রটি ঘন্টায় প্রায় ৮০০ টি ট্রেতে চারা তৈরির জন্য প্রস্তুত করতে পারে, যা দিয়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে প্রায় ৩০ থেকে ৩২ বিঘা জমিতে চারা রোপণ সম্ভব।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত