ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টাঙ্গাইলে বালুবাহী ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলে বালুবাহী ট্রাক্টরের চাপায় বৃদ্ধ নিহত

টাঙ্গাইলে বালুবাহী ট্রাক্টর চাঁপায় আব্দুল হালিম (৮০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার কাতুলী ইউনিয়নের চকদই চাকলাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত হালিম মিয়া সদর উপজেলার হুগড়া ইউনিয়নের কৃষ্টনগর গ্রামের মৃত মানিক উল্লাহর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল হালিম সকালে তোরাপগঞ্জ বাজারে কপি বিক্রি শেষে বাড়ি ফিরছিলেন। চকদই চাকলাদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে ট্রাক্টরটি পেছন থেকে তাকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অবৈধ বালু উত্তোলন ও ট্যাফে ট্রাক্টর বন্ধসহ চালক-হেলপারের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে। কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, আমার ইউনিয়নে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু অন্তত ৫০-৬০ টি অবৈধ ট্যাফে ট্রাক্টরের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত