মেয়াদ শেষ হলেও দুটি প্রকল্পের কোনো কাজই হয়নি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ)

নওগাঁর বদলগাছী উপজেলায় দুই অর্থবছরের মেয়াদ শেষ হয়ে ৬ মাস পেরিয়ে গেলেও দুটি প্রকল্পের কোনো কাজই হয়নি। ফলে কাজ না হওয়ায় দুটি প্রকল্পের ২ লাখ ৩৫ হাজার ৯২০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিনের বিরুদ্ধে। জানা গেছে, ২০২০-২১ অর্থবছর গত জুন মাসে এই প্রকল্পের কাজের মেয়াদ শেষ হয়েছে। মেয়াদ শেষ হয়ে দুই অর্থবছর পেরিয়ে ৬ মাস অতিবাহিত হয়ে গেলেও বাস্তবে এ দুটি প্রকল্পের কোনো কাজই করা হয়নি। সরেজমিন গিয়ে উপজেলা পরিষদের ভেতরে এসব প্রকল্পের কোনো কাজ চোখে পড়েনি। কাজ সম্পর্কে জানে না উপজেলা পরিষদের ভেতরে বসবাস কারি ও জনসাধারণেরা। টিআর ৩নং প্রকল্পের সভাপতি (পিআইসি) বদলগাছী সদর ইউপি ১নং ওয়ার্ডের মেম্বার আমিরুল ইসলামের সঙ্গে কাজ না হওয়া বিষয়ে কথা বললে তিনি বলেন, প্রকল্পের কাজ হয়েছে কি না আমি জানি না। প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিসের লোক কিছু কাগজ দিয়ে বলেন, এটা ইউএনও স্যারের কাজ স্যার নিজেই এই কাজগুলো করবেন আপনি শুধু সাক্ষর করেন। ওই কাগজগুলোতে আমি শুধু সাক্ষর দিয়েছি। কাজ হয়েছে কি না জানি না। কাবিটা প্রকল্পের সভাপতি (পিআইসি) বদলগাছী সদর ইউপির ৫নং ওয়ার্ডের মেম্বার আজাদ হোসেনের সঙ্গে কথা বললে তিনি বলেন, পিআইও অফিসের অফিস সহায়ক আমাকে ডেকে বলেছে ইউএনও স্যারের প্রকল্প স্যার নিজে কাজ করবেন আপনাকে সাক্ষর করতে বলেছে তাই আমি সাক্ষর দিয়েছি । কাজ বিষয়ে আমি কিছুই জানিনা। প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহায়ক সুমন বলেন, আমি আফিসের একজন ছোট কর্মচারী আমাকে শুধু প্রকল্পের সভাপতিদের কাছ থেকে সাক্ষর নিতে বলেছিল ইউএনও স্যার। তাই আমি সেই সময় শুধু সাক্ষর নিয়েছি। কাজ হয়েছে কি না তা আমি জানি না।

বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ময়নুল ইসলাম বলেন, এই দুটি প্রকল্প আমার আগের পিআইও স্যারের সময়ের তাই আমি কিছু বলতে পারব না। তবে আমি খোঁজ নিয়ে জানাতে পারব।