ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাউখালীতে রং মেশানো মাছে বাজার সয়লাব

কাউখালীতে রং মেশানো মাছে বাজার সয়লাব

কাউখালীর হাটবাজারে বিষাক্ত রং মিশিয়ে মাছে বাজার সয়লাব। বাজারে গিয়ে দেখা যায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা পচা মেয়াদ উত্তীর্ণ মাছে রং এবং ফরমালিনসহ বিভিন্ন ক্যামিকেল মিশিয়ে বেচাকেনা অবাদে চলছে, উপজেলার প্রাণকেন্দ্রে উত্তর ও দক্ষিণ মাছ বাজারে দেখা যায়। সাগর থেকে বরফ মেশানো নষ্ট ও মেয়াদ উত্তির্ণ খাওয়ার অনুপযোগী মাছ, কিছু অসাধু চাটুকর মাছ ব্যসায়ীরা ক্যামিকেল মিশিয়ে চটোকদার কালার তৈরি করে ভালো মাছ বলে বিক্রি করে। এভাবেই দিনের পরে দিন ভোক্তদের সঙ্গে প্রতারণা করছে। প্রশাসনের নাকের ডগায় প্রতি শুক্র ও সোমবার হাটের দিন ও উপজেলার সব মাছ বাজারে প্রতিদিন এই বিষাক্ত মাছ অবাদেই বিক্রি করছে। যার ফলে শত শত ভোক্তারা না বুঝে রং মেশানো মাছ ক্রয় করতে বাধ্য হচ্ছে। বিষেজ্ঞরা জানান, রং মেশানো মাছ খেলে লিভার ফুসফুসসহ বিভিন্ন জায়গায় জটিল ও কঠিন রোগে আক্রান্ত হতে পারে। গতকাল শুক্রবার রং মিশানো মাছ বিক্রেতা কয়েক জনার সঙ্গে কথা বলতে চাইলে ক্যামেরা দেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় জানাযায় পোয়া মাছ, মরমা মাছ, বৌ মাছ জাতীয় ছোট মাছগুলোতেই বেশিরভাগ রং মেশানো হয়। এসব মাছ বিক্রেতারা পারের হাট, পাথরঘাটা এলাকা থেকে আসেন। এ ব্যাপারে উপজেলা সিনিটরি ইনস্পেক্টর মো. ইলিয়াস হোসেন জানান এই রং মেশানো মাছ খাওয়া স্বাস্থের জন্য ঝুঁকিপূর্ণ বিশেষ করে লিভার নষ্ট হওয়া ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত