ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ অর্থনীতির দেশ হবে : ভিসি

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ অর্থনীতির দেশ হবে : ভিসি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে আগমন উপলক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্মে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরের দিকে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্য রবির ভিসি প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ সমৃদ্ধ অর্থনীতির দেশ হবে। তিনি যেভাবে তার প্রজ্ঞা, সৃজনশীল চিন্তা, অসীম সাহসিকতা দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির সংগ্রাম করে যাচ্ছেন এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশকে যে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন তা বিশ্বজুড়ে প্রশংসিত। প্রধানমন্ত্রী বাংলাদেশে সুষম উন্নয়ন নিশ্চিত করতে যেসব উদ্যোগ গ্রহণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য পদ্মা সেতু এবং যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতুর পাশে নির্মীয়মাণ ডাবল লাইন রেল সেতু। তিনি আরো বলেন, আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী সফর করবেন এতে অত্যন্ত আনন্দিত এবং স্বাগত জানাই। প্রধানমন্ত্রী শেখ রবি স্থাপন করেছেন মহান স্বাধীনতা অর্জনের তেতাল্লিশ বছর পর। আমরা চাই, তার হাতেই রবির স্থায়ী ক্যাম্পাস নির্মিত হোক। এ সভায় রবির ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার মো. সোহরাব আলী, শিক্ষক সমিতির সভাপতি ড. ফখরুল ইসলাম, সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষকবৃন্দসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সংযুক্ত ছিলেন। এর আগে ভিসি রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে আয়োজিত প্রস্তুতিসভায় যোগদান করেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খাইরুজ্জামান লিটনের সভাপতিত্বে এ সভায় রবির ভিসি বলেন, রাজশাহী শিক্ষার নগরী। রাজশাহীর শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রী যদি আরো কিছু প্রেষণা দান করেন তাহলে প্রকারান্তরে উন্নয়নের ক্ষেত্রে দেশ আরো একধাপ এগিয়ে যাবে। রাজশাহীর চামড়া শিল্পের উন্নয়ন এবং এখানে বিশেষায়িত ইকোনমিক জোন করার যে পরিকল্পনা ছিলো সেটি বাস্তবায়িত হলে উন্নয়নের গতি বৃদ্ধি পাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত