ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বগুড়ায় জমে উঠেছে সংসদ উপনির্বাচনের মাঠ

বগুড়ায় জমে উঠেছে সংসদ উপনির্বাচনের মাঠ

বগুড়ায় জমে উঠেছে সংসদ উপনির্বাচনের মাঠ। প্রার্থীরা শেষ সময়ে নির্ঘুমভাবে চালিয়ে যাচ্ছেন তাদের প্রচারণা। বিএনপির ৬ সংসদ সদস্য স্বেচ্ছায় পদত্যাগ করলে ছয়টি আসনের মধ্যে বগুড়ার-৪ ও বগুড়া-৬ আসন শূন্য হয়ে যায়। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বগুড়া-৬ সদর আসনে নির্বাচনে ১০ জন প্রার্থী প্রতীক পেয়ে মাঠে নির্বাচনি প্রচারণায় নেমেছেন। নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। প্রচারণায় এগিয়ে সরকারি দল সমর্থিত নৌকা মার্কা প্রার্থী। তার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একডজন হেভিওয়েট নেতা সপ্তাহব্যাপী নির্বাচনি জনসভা, মতবিনিময়, গণসংযোগসহ নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছেন। স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগের সংসদ সদস্য বগুড়া সদরে না থাকায় উন্নয়নে কিছুটা ভাটা পড়েছে। কেন্দ্রীয় নেতারা বগুড়ায় এসে নির্বাচনি জনসভায় ঘোষণা দিয়েছেন তাদের দলীয় প্রার্থীকে নির্বাচিত করা হলে বগুড়ার অসমাপ্ত ও প্রতিশ্রুতি দেয়া সব প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়া লাঙ্গল প্রতীকে জেলা জাতীয় পার্টির সদস্য সচীব মো. নুরুল ইসলাম ওমর, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে আব্দুল মান্নান আকন্দ, কুড়াল প্রতীক নিয়ে সরকার বাদল, মশাল প্রতীকে জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমদাদুল হক ইমদাদ, মাছ প্রতীকে গণফ্রন্টের মো. আফজাল হোসেন, বটগাছ প্রতীকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. নজরুল ইসলাম ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে। এছাড়াও আপেল প্রতীকে মুক্তিযোদ্ধা মাছুদুর রহমান হেলাল, একতারা প্রতীকে মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম। এই আসনে এক সংসদীয় মেয়াদে তৃতীয়বারের মতো নির্বাচন হতে যাচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হয়ে জয়ী হন। জয়ী হওয়ার পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০১৯ সালের জুন মাসে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে বিএনপির প্রার্থী জিএম সিরাজ জয়ী হন। এরপর ২০২২ সালের ১১ ডিসেম্বর এই আসন থেকে জিএম সিরাজ পদত্যাগ করলে তৃতীয়বারের মতো তফসিল ঘোষণা করা হয়। অপরদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে প্রার্থী হয়েছেন মোট ৬ জন।

প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়ে ভোটের মাঠে নেমেছেন। এর মধ্যে দলীয় প্রতীক মশাল নিয়ে নির্বাচনে লড়ছেন জাসদের একেএম রেজাউল করিম তানসেন, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের মো. তাজ উদ্দীন মন্ডল ও গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির মো. আব্দুর রশিদ সরদার। এই আসনের স্বতন্ত্র প্রার্থী একতারা প্রতীক নিয়ে মাঠ জমাচ্ছেন মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং মোঃ কামরুল হাসান সিদ্দিকী জুয়েল পেয়েছেন কুড়াল প্রতীক। জাসদের একেএম রেজাউল করিম তানসেন এই আসন থেকে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে জাসদের একেএম রেজাউল করিম তানসেন আবারো প্রার্থী হলে বিএনপির প্রার্থী মোশারফ হোসেনের কাছে পরাজিত হয়ে যান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত