রাঙ্গুনিয়ার তিন শতাধিক রোগী পেলেন চিকিৎসা সহায়তা

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইয়ুথ ব্রাইট ফিউচার ও রাঙ্গুনিয়া সেন্ট্রাল হসপিটাল অ্যান্ড ডিজিটাল ল্যাবের যৌথ উদ্যোগে তিন শতাধিক গরিব অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের কদমতলী আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারী ফোরাম এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে। গতকাল শনিবার কদমতলী দক্ষিণ পাড়া জামে মসজিদ-সংলগ্ন মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে শিশুরোগ, গাইনি, মেডিসিন, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সমিতি দাম্মামের দপ্তর সম্পাদক ও রাঙ্গুনিয়া সমিতির সহ-সভাপতি মো. নাছের। কদমতলী আশেকানে মাইজভান্ডারী ফোরামের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ রেজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত চক্রবর্তী, রাঙ্গুনিয়া সেন্ট্রাল হসপিটালের ডিরেক্টর সাইফুল আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ডা. আবু বক্কর, সমাজসেবক মুহাম্মদ সেলিম, ইয়ুথ ব্রাইট ফিউচারের প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুহাম্মদ সাইফুল করিম রুবেল, সেন্ট্রাল হসপিটালের পরিচালক মো. শোয়াইব তালুকদার, জুয়েল বড়ুয়া, কদমতলী আশেকানে মাইজভান্ডারী ফোরামের সভাপতি মুহাম্মদ ফজল করিম মাইজভান্ডারী, সহ-সভাপতি মুহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

উদ্বোধন শেষে আলাদা আলাদা বুথে চিকিৎসাসেবা দেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. দীপঙ্কর ভট্টাচার্য, গাইনি রোগ বিশেষজ্ঞ ডা. সামিতা আঁখি, মেডিসিন ও ডায়াবেটিস রোগ বিশেষজ্ঞ ডা. ফুয়াদ হাসান অনঘ এবং মেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু ফয়সাল। ঘরের কাছেই বিনামূল্যে চিকিৎসা সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন সেবা নিতে আসা জনসাধারণ। এই ধরনের আয়োজন চলমান রাখা হবে বলে জানান উদ্যোক্তা ও আয়োজকরা।