উন্নয়নের জোয়ারে ভাসছে শতবর্ষী কালিয়াকৈর শহর

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সাগর আহম্মেদ, কালিয়াকৈর

ঢাকার সন্নিকটে গাজীপুর জেলার তৃতীয় বৃহত্তম কালিয়াকৈর শহর। শত শত কোটি টাকা ব্যয়ে সরকারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নের মহাপরিকল্পনায় পাল্টে যাচ্ছে শতবর্ষী প্রাচীনতম এ শহর। শিক্ষা, সংস্কৃতি, কর্মসংস্থান, রাস্তাঘাট, নিরাপদ পানি সরবরাহ, অবকাঠামোসহ সব ক্ষেত্রেই অবিশ্বাস্য উন্নয়নের জোয়ারে ভাসছে শহরটি। খোঁজ নিয়ে জানা যায়, এ শহর এক সময় ঢাকার সাভার থানার অন্তর্গত ছিল। এটি ১৯২৩ সালে থানায় ও ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তর হয়। ১৯৮৪ সালে গাজীপুর জেলার আত্মপ্রকাশ হলে এর অন্তর্গত শহরটি। ২০০১ সালে কালিয়াকৈর পৌরসভার যাত্রা। এটা এখন দেশের প্রথম শ্রেণির পৌরসভা। উপজেলা ও পৌরসভায় বিভিন্ন শিল্পকারখানা গড়ে উঠায় এখানে লাখ লাখ মানুষের বসবাস। একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিতি থাকলেও কাঙ্ক্ষিত উন্নয়নের দেখা মেলেনি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দৃশ্যপট পাল্টে যেতে শুরু করে। বঙ্গবন্ধু হাইটেক সিটি, বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু হাইটেক রেলস্টেশন, মেট্রো রেল চলাচল, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফোরলেনে উন্নতি, ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস নির্মাণ, ধামরাই-কালিয়াকৈর সড়ক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শর্যায় উন্নতি, কমিউনিটি ক্লিনিকগুলোসহ বিভিন্ন বড় প্রকল্পের উন্নয়নের চিত্র দৃশ্যপটে। চলমান রয়েছে ২০টি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা অফিসার্স ক্লাব ভবনসহ বিভিন্ন সড়কের উন্নয়ন কাজ। অপর দিকে দীঘিবাড়ি এলাকায় তুরাগ নদীর ওপর, কালিয়াকৈর এলাকায় ঘাটাখালি নদীর ওপর, ফুলবাড়িয়া-বড়চালা বাগাইর সড়কের গোয়ালিয়া নদীর ওপর, চান্দাবহ-পাকুল্লা সড়কের বংশাই নদীর ওপর, বামনাবহ-আশাপুর সড়কের ধানতারা নদীর ওপর, বাশাকৈর-পাবুরিয়াচালা সড়কের গোয়ালিয়া নদীর ওপর, শালদহ-কাঁথাচুড়া সড়কের শালদহ নদীর ওপর, ফলিমারা-হরিদ্রাচালা(মির্জাপুর উপজেলা) সড়কের ফলিমারা বিলের ওপর, কালিয়াকৈরণ্ডে গোয়ালবাথান সড়কের, বোর্ডঘর-চান্দাবহ সড়কে, নয়াপাড়া-পিরুজালী সড়কের শালদহ নদীর ওপর ব্রিজ নির্মাণের জন্য প্রস্তাবিত রয়েছে।