সিনেমা গণমানুষকে জাগ্রত করে : রবির ভিসি

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেছেন, ফিল্ম গণমানুষকে জাগ্রত করার শক্তি ধারণ করে। ফিল্ম সংস্কৃতির একটি বিশেষ ধারা এবং একটি মিশ্র সাংস্কৃতিক মাধ্যম। গত বৃহস্পতিবার রাতে বগুড়া পুন্ড্রনগর ফিল্ম সোসাইটি আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের যে কোনো সংকট মোচনের জন্য অসম্ভব ম্যাগনেটিক পাওয়ার রয়েছে ফিল্মের। এ পাওয়ারটিকে ব্যবহার করার যোগ্যতার মধ্যেই নির্ভর করে কে ভালো ফিল্মমেকার। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়কে উদ্ধৃত করে তিনি আরো বলেন, চলচ্চিত্র হচ্ছে সেই ভাষা যার মাধ্যমে পৃথিবীর সব মানুষের সাথে যোগাযোগ স্থাপন করা যায়। ১২৭ বছরের পরিক্রমায় চলচ্চিত্র নানান রূপ নিয়েছে। চলচ্চিত্রের নিজস্ব একটি ধারা তৈরি হয়েছে। এ ধারায় দেখেছি যে চলচ্চিত্রটি সমাজের কোনো একটি সংকট নিরসনের জন্য মানুষের মধ্যে জাগরণের সৃষ্টি করে সেই চলচিত্রটি জনপ্রিয় হয়। আকিরা কুরোসাওয়ার ‘রশোমন ইফেক্ট’র উদাহরণে তিনি বলেন, একটি নতুন ধারার চলচ্চিত্র তৈরি হলে অন্য চলচ্চিত্র ওই ধারাকে গ্রহণ করে। যে জিনিসটি স্মরণ করিয়ে দেয় চলচ্চিত্রের প্রযুক্তিতে পরিবর্তন ঘটেছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে কবি, প্রাবন্ধিক ও সাহিত্যিক বজলুল করিম বাহার, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান প্রকৌশলী শাহাবুদ্দীন সৈকত, নেপালের প্রযোজক ইন্দু জোসি প্রমুখ উপস্থিত ছিলেন।