মধুমেলায় যাদুর প্যান্ডেলসহ অশ্লীলতা বন্ধের দাবি এলাকাবাসীর

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মশিয়ার রহমান, কেশবপুর (যশোর)

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে গত বুধবার সরকারিভাবে সপ্তাহব্যাপী মেলায় কোনো প্রকার বিশৃঙ্খলা ও অশ্লীলতার সুযোগ দেয়া হবে না বলে প্রশাসন কঠোরভাবে ঘোষণা দেয। তারপরও মধুমেলার প্রথম দিনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যাদু প্রদর্শনীর নামে উঠতি বয়সের যুবতি মেয়েদের ভাড়া করে এনে ম্যাজিক স্পেশাল প্যান্ডেলে অশ্লীল নাচ (জ্যান্ত পুতুল) প্রদর্শন করেন মালিক রবিউল ইসলাম। খবর পেয়ে ম্যাজিক স্পেশাল প্যান্ডেলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পরের দিন আবারও ওই প্যান্ডেলটি অজ্ঞত কারণে চালু করা হয়। এলাকার মানুষ অশ্লীল নাচসহ যাদুর প্যান্ডেল বন্ধের দাবি জানিয়েছেন। জানা গেছে, এসব প্যান্ডেলে যাদু প্রদর্শনীর নামে প্রতিটি প্যান্ডেলে যুবতি মেয়েদের দিয়ে অর্ধ উলঙ্গ নাচ প্রদর্শন করা হচ্ছে। প্রতিটি প্যান্ডেলে রয়েছে ৮ থেকে ১০ জন যুবতি মেয়ে। উঠতি বয়সের যুবকরা এসব প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন। নগ্ন নাচ প্রদর্শনের জন্য টিকিটের হার করা হয়েছে ৩০ থেকে ৫০ টাকা। এলাকাবাসীর পক্ষে কেশবপুর উপজেলা নাগরিক সমাজের আহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী সমাজের অবক্ষয় রোধে, এসব প্যান্ডেল বন্ধসহ কঠোর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সপ্তাহব্যাপী মধুমেলা কমিটির সদস্য সচিব এমএম আরাফাত হোসেন বলেন, যেখানে বিশৃঙ্খলা ও অশ্লীলতা সেখানেই ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।