ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সুন্দরবনে কাঁকড়া ধরা অব্যাহত

সুন্দরবনে কাঁকড়া ধরা অব্যাহত

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনের সব স্থানে চলছে কাঁকড়া আহরণ, ফলে প্রজনন ব্যাহত হচ্ছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নোটাবেঁকী, পুষ্পকাটি, দোবেঁকী, হলদে বুনিয়া, পাকড়াতলীসহ সব স্থানে কাঁকড়া ধরার নৌকা রয়েছে এবং অবাধে কাঁকড়া ধরছে। এক শ্রেণির অসাধু জেলে নৌকা কোবাদক ফরেস্ট অফিসকে ম্যানেজ করে বনে প্রবেশ করেছে। কোবাদক অফিসের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে বনে প্রবেশ করে বনফাঁড়ি নোটাবেঁকী, পুষ্পকাটি, দোবেঁকী, কাটেশ্বর, কলাগাছিয়ার দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে কাঁকড়া শিকার চলছে। ৩ মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। এসব জেলেরা হরিণ শিকার করছে বলে অভিযোগ রয়েছে। বন বিভাগ মাঝে মাঝে অভিযান পরিচালনা করে কাঁকড়া শিকারি ও হরিণ শিকারকারীদের আটক করতে দেখা যাচ্ছে। তাদের নিকট থেকে জরিমানা আদায় অথবা মামলা দিয়ে চালান করলে আইনের ফাঁকফোকর দিে বেরিয়ে এসে আবার পূর্বের পেশায় ফিরতে দেখা যাচ্ছে। জেলেরা জানান, বিশেষ করে কোবাদক ফরেস্ট অফিসারের তত্ত্বাবধায়নে বনে প্রবেশ করে কাঁকড়া ধরছে তারা। প্রজনন মৌসুমে অবাধে কাঁকড়া ধরার কারণে সুন্দরবনের নদী ও খাল কাঁকড়াশূন্যে হচ্ছে বলে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তুষারকান্তি মজুমদার জানিয়েছেন। কাঁকড়া ধরা বন্ধ তাকলেও ডিপোগুলো কাঁকড়ায় সয়লাব। ডিপো মালিকদের পক্ষ থেকে জানিয়েছেন, বন বিভাগ ও সংশ্লিষ্ট প্রশাসনকে ম্যানেজ করে তারা জেলেদের কাছ থেকে কাঁকড়া ক্রয় করছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত