ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চার জেলায় শীতবস্ত্র বিতরণ

চার জেলায় শীতবস্ত্র বিতরণ

গতকাল শনিবার নোয়াখালী, জয়পুরহাটসহ চার জেলায় বিভিন্ন সংগঠন শীতবস্ত্র বিতরণ করে। প্রতিনিধিদের পাঠানো খবর :

নোয়াখালী প্রতিনিধি : ব্যাচেলর পয়েন্ট খ্যাত জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ওরফে কাবিলার ডাক ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালীর সোনাইমুড়ীর বিভিন্ন স্থানে মাদ্রাসার এতিম খানায় শিক্ষার্থীও অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র কম্বল ও জামা বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার বগাদিয়া, শিলমুদ, জয়াগ, পাচবাড়িয়াসহ বিভিন্ন স্থানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, সোনাইমুড়ী থানার ওসি জিয়াউল হক, স্থানীয় জনপ্রতিনিধিসহ ডাক বাক্স ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবিতে বন্ধন এনজিও উদ্যোগে দুই শতাধিক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১১টায় মাতাইশ মঞ্জিল বন্ধন কেন্দ্রীয় কার্যালয়ে বন্ধন এর সভাপতি মনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট- আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বন্ধন এর পরিচালক প্রশাসন শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লবের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধন এর নির্বাহী পরিচালক শেফায়েতুল ইসলাম স্বপন। পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের শীতার্ত নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা নার্সিং কলেজের ‘স্টুডেন্ট ওয়েলফেয়ার অরগানাইজেশন’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার দুপুরে সংগঠনটি কুড়িগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে শতাধিক শীতার্ত অসহায় মানুষজনের মাঝে কম্বল বিতরণ করেছে।

গাইবান্ধা প্রতিনিধি: বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শনিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী এন্ড ক্লাব চত্বরে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে ৫০০ শীতবস্ত্র বিতরণ করাা হয়। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত