ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রামুর দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা

রামুর দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা

কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি ও দুর্গম জনপদ গর্জনিয়া। যেখানে স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিয়ে হাজারো মানুষের দুঃখ-দুর্দশার অন্ত নেই। কোনো মানুষ অসুস্থ হলে, তাকে বহুকষ্টে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে হয় ২৭ কিলোমিটার দূরে কক্সবাজার শহরে। এই দুর্গম এলাকার দুই শতাধিক মানুষকে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছেন জেলার বিশেষজ্ঞ চিকিৎসক দল। একই সঙ্গে প্রদান করা হয়েছে বিনামূল্যে ওষুধ। এমপি পদে মনোনয়নপ্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের উদ্যোগে এ কার্যক্রম চলবে বছরজুড়ে। গত শনিবার গর্জনিয়ায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বছরব্যাপী প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পে’ প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল। এ সময় কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলামও উপস্থিত ছিলেন। ক্যাম্প উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্বল কর। বিশেষ অতিথি ছিলেন গর্জনিয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী বাবুল, সম্মানিত অতিথি হিসেবে ছিলেন ইউনিয়ন আওয়াামী লীগের সভাপতি মো. ইউছুফ। ক্যাম্পে স্বাস্থ্যসেবা দেন ডা. অহিদুল হেলাল, ডা. শাহির ফাওয়াজ খান ও ডা. মুসাব্বির হোসাইন তানিম। মোহাম্মদ নজিবুল ইসলাম বলেন, রামুর প্রত্যন্ত অঞ্চল গর্জনিয়ায় দুই শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসা সেবা দিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের তিনটি টিম আর বিনা মূল্যে সরবরাহ করা হয়েছে ওষুধ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত