ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষি ঋণ মেলা

সিরাজগঞ্জে কৃষি ঋণ মেলা

সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ মাঠে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ মেলা হয়। জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। তিনি বলেন, আওয়ামী লীগ কৃষিবান্ধব সরকার। খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে সরকার সার, কৃষি যন্ত্রপাতিসহ কৃষি খাতে ব্যাপক ভুর্তকি দিচ্ছে। সহজে ঋণ পাবার ব্যবস্থা করেছে সরকার। কৃষি ক্ষেত্রে সফলতা অর্জনের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পুর্ন করতে এ মেলার আয়োজন করা হয়েছে। সেইসাথে ব্যাংক গুলোকে সরকারি নির্দেশনা মেনে সহজশর্তে কৃষকের মাঝে কৃষি ঋণ প্রদানে আহ্বান জানানো হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ তোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএম হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, বাংলাদেশ ব্যাংক বগুড়ার যুগ্ম পরিচালক বিরেন্দ্র নাথ রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর প্রমূখ। মেলায় সরকারি, বেসরকারি ব্যাংক ও প্রতিষ্ঠানের ৪৩টি স্টল স্থাপন করে। এ সময় ৩৪০ জন কৃষকের মধ্যে বিনা জামানতে মৌসুমি ঋণ হিসেবে ৩ কোটি টাকা বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত