ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঘোষণা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ঘোষণা

সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সদস্যদের আন্দোলনের মুখে গঠনতান্ত্রীক প্রক্রিয়ায় অবশেষে নির্বাচন ঘোষণা করা হয়েছে। সদস্যদের দেয়া আলটিমেটাম শেষ হওয়ার একদিন আগেই প্রেসক্লাবের তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সেইসঙ্গে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন ট্রাইব্যুনাল। আগামী ৪ মার্চ নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে। গত রোববার নোটিশ বোর্ডে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনি বিজ্ঞপ্তি টানানো হয়েছে। এতে প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে। প্রেসক্লাবের বর্তমান কমিটির মেয়াদ শেষে নতুন কমিটি গঠনের উপলক্ষ্যে আগামী ৪ মার্চ, ২০২৩ইং তারিখে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গঠনতন্ত্রে অনুচ্ছেদের ৮ এর (৩) ও (৪) ধারা মোতাবেক ২০২৩-২৪ সালের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে প্রেসক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে শাহ আলম ডেভিট এবং নির্বাচন কমিশনার হলেন- কল্যাণ কুমার সাহা ও অধ্যক্ষ সাইফুল ইসলাম শামীম। রনজিত কুমার মণ্ডলকে প্রধান করে তিন সদস্যের নির্বাচনি ট্রাইব্যুনালের অন্যান্য সদস্যরা হলেন- অধ্যক্ষ (অব.) আব্দুর রাজ্জাক ও অধ্যক্ষ এসএম মনোয়ার হোসেন। এদিকে নির্বাচনের তারিখ ও কমিশন গঠন করায় প্রেসক্লাবের সদস্যদের মধ্যে নির্বাচনি উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত