মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকদের সাথে মতবিনিময়

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কেরানীগঞ্জে (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার উপজেলা পরিষদ সভা কক্ষে এই সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। এ সময় বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরফাতুর রহমান ও উপজেলা সেনিটারি ইন্সপেক্টর শাহিনুর রহমান। এ মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের পরিচালকরা অংশগ্রহণ করেন।