ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে নানিকে কুপিয়ে হত্যা

নাতির যাবজ্জীবন কারাদণ্ড

নাতির যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে নানিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা মামলায় নাতি সিয়ামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তরপাড়া মহল্লার রফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ রায় ঘোষণা করেন। ওই আদালতের এপিপি ওয়াছ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে বলেন, ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সিয়াম শেখ সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানির বাড়ি যায়। এ সময় নানি ওয়াজেদা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধা নানিকে কুড়াল দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায় সিয়াম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই নানি মারা যায়। এ ব্যাপারে বৃদ্ধার ছেলে ইউসুফ আলী বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে এবং তদন্ত চলাকালে সিয়াম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ বিচারক উল্লেখিত রায় দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত