ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পান খেলেই মাথা দিয়ে বের হয় ধোঁয়া

পান খেলেই মাথা দিয়ে বের হয় ধোঁয়া

শীতকালে মানুষের মুখ দিয়ে ধোঁয়া বের হওয়া স্বাভাবিক ঘটনা। কিন্তু মাথা দিয়ে ধোঁয়া ওঠার দৃশ্য দেখা দুষ্কর। কাঁচা সুপারি দিয়ে পান খেলেই মাথা দিয়ে অনবরত উঠছে ধোঁয়া। এমন ঘটনা ঘটেছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার চকগাজীপুর এলাকার বাসিন্দা গোলাম রব্বানী নামে এক ব্যক্তির মাথায়। এই ধোঁয়া ওঠার দৃশ্য দেখতে প্রতিদিন তার বাড়িতে শত শত মানুষ ভিড় করছে। সব মানুষের কাছে ‘ধোঁয়া মানব’ নামে পরিচিত পেয়েছেন তিনি। বাজারে দাঁড়িয়ে দোকান থেকে কাঁচা সুপারি দিয়ে পান খাচ্ছেন গোলাম রব্বানী। আর মাথা থেকে অনবরত অবাক করা ধোঁয়া বের করছেন। রব্বানী জানান, তিনি পেশায় একজন গরু ব্যবসায়ী। অনেক আগে থেকেই কাঁচা সুপারি দিয়ে খিলি পান খান। ওই পান খাওয়ার সময় তিনি প্রচণ্ড শীতেও ঘেমে যান। কিন্তু গত ৭ বছর থেকে ঘামের সঙ্গে মাথা দিয়ে ধোঁয়াও উঠতে শুরু করে। আবার পান খাওয়া শেষ হলে ধোঁয়া উঠাও বন্ধ হয়ে যায়। শীতকালে ঘটনাটি বেশি হয়।

নাটোরের সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বলেন, কাঁচা সুপারি দিয়ে পান খেলে মানুষের শরীরে দ্রুত তাপমাত্রা বেড়ে যায়। তখন মাথা দিয়ে ধোঁয়ার মতো বাষ্প বের হয়। ধোঁয়া বের হওয়ার কারণ পরীক্ষা-নিরীক্ষার পর সঠিকভাবে বলা যাবে। কী কারণে ধোঁয়া বের হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত