ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গরু চুরিতে বাধা দেয়ায় পিকআপভ্যান চাপায় গৃহবধূ সেলিনা খাতুনকে হত্যার ঘটনায় আন্তজেলা ডাকাতদলের পলাতক চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো- সদর উপজেলার মিরপুর মহল্লার লতিফ হোসেন, রায়গঞ্জ উপজেলার শিবপুর গ্রামের জহিরুল, বগুড়ার শাহজাহানপুর উপজেলার চন্ডীবর গ্রামের আব্দুস ছালাম ও টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বারইপাড়া গ্রামের মিন্টু মিয়া। গতকাল বৃহস্পতিবার র্যাব-১২’র অধিনায়ক মারুফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার সদর উপজেলার পঞ্চ সারটিয়া গ্রামে কৃষকের গোয়াল ঘর থেকে পিকআপ ভ্যানযোগে গরু চুরি করে নিচ্ছিল ডাকাত দলের সদস্যরা। এ সময় বাধা দেয়ায় গৃহবধূ সেলিনাকে পিকআপ ভ্যানের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূ মারা যান এবং তার ছেলে জুবায়ের আহত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু ও পিকআপ রেখে পালিয়ে যায় তারা। এ ব্যাপারে তার স্বামী আমির চাঁন বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এ ঘটনায় জড়িতদেও গ্রেপ্তারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় আধুনিক তথ্য প্রযুক্তির মাধ্যমে গত বুধবার রাতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত দলের ওই চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলাও রয়েছে।