ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কাঁকড়া ধরায় ১০ জেলেকে আটক

কাঁকড়া ধরায় ১০ জেলেকে আটক

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জেলেদের ব্যবহৃত ১৫টি নৌকা, ব্যবহার নিষিদ্ধ জাল, বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া জব্দ করে বনকর্মীরা। গত বুধবার বিকালে পশ্চিম সুন্দরবনের পাকড়াতলী চর, মাটির ভারানী ও মাটির খাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা হলেন- উপজেলার গাবুরা ইউনিয়নের ১০ নম্বর সোরা গ্রামের মহিউদ্দীন গাজী, আব্দুল হক গাজী, আব্দুল হাই, আবুল কালাম ও শামিম, শাহাজান, করিম মোল্যা, আবু সাইদ শেখ এবং প্রতাপনগর গ্রামের ছেলে জহুরুল ইসলাম। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, আটক জেলেদের বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত কাঁকড়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত