ঢাকা ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসনের নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসনের নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রবির অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটারে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় রবির ভিসি ড. মো. শাহ্ আজম বলেন, শাহজাদপুরের মানুষের দৃষ্টির একটি কেন্দ্রবিন্দু রবি। নানা সংকট অতিক্রম করে রবি এখন অগ্রসরমান। রবির ৫ বছর বয়সে দায়িত্ব গ্রহণ করেছি। এ বিশাল প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস নেই। মানুষের নানা নেতিবাচক ধারণা রবি নিয়ে। এমতাবস্থায় শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় রবির শিক্ষাকার্যক্রমকে সচল ও গতিমান করেছি সর্বাগ্রে। ক্রমান্বয়ে শিক্ষার মানকে উন্নত করেছি। সেইসাথে শিক্ষার্থীদের সাংস্কৃতিক মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। রবি এখন পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপলাভ করেছে। রবির আই-কিউ এসি সেলকে উজ্জীবিত করা হয়েছে এবং তা এখন পূর্ণ উদ্দ্যমে কাজ করছে। শিক্ষার্থীদের জন্য উন্নতমানের সেমিনার ভেন্যু তৈরি করা হয়েছে। এ ভেন্যু লেকচার থিয়েটার হিসেবে পরিচালিত হচ্ছে। সংগীত বিভাগের সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনার জন্য একটি উন্নত মানের স্টুডিও থিয়েটার তৈরি করা হয়েছে। অ্যাকাডেমিক ক্যাম্পাস-২ তে কম্পিউটার ল্যাব তৈরিসহ শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধার্থে লাইব্রেরি সুবিধা সম্প্রসারণ করা হয়েছে। রবিকে সাংস্কৃতিক পূন্যভূমি হিসেবে গড়ে তুলতে অত্যন্ত বৃহৎ আয়জনে সব দিবস পালনসহ বইমেলার আয়োজন এবং রবির ৮টি ক্লাব নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত