সামান্য একজন ক্ষুদ্র ব্যবসায়ী হোসাইন শেখ। চা-বিস্কুট বিক্রি করেই তার সংসার চলে। তবে ৭০ বছর বয়সি কেউ তার দোকানে আসলে বিনামূল্যে তাকে চা পান করান তিনি। নড়াইল সদর উপজেলার আউড়িয়া মোড়ে ছোট্ট এক দোকানে বসে চা বিক্রি করেন ৪৫ বছর বয়সি হোসাইন শেখ। তিনি আউড়িয়া গ্রামের মৃত শফিউদ্দিনের ছেলে। সতার দোকানের সামনে কাগজে বড় করে লেখা রয়েছেÑএখানে নিজ উদ্যোগে ৭০+ বয়সিদের ফ্রি-তে চা খাওয়ানো হয়। প্রতিদিন অসংখ্য বয়স্ক লোককে বিনা টাকায় চা খাওয়াচ্ছেন হোসাইন। টাঙানো লেখাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় তা অনেকের নজর কেড়েছে। অনেকেই ভিড় করছেন তার দোকানে বিষয়টি স্বচক্ষে দেখতে।
হোসাইন শেখ বলেন, আমি দীর্ঘদিন ধরে চা বিক্রি করছি। আমার দোকানে প্রতিদিন অনেক বয়স্ক মুরব্বিরা চা খেতে আসেন। অনেক মুরব্বি আছে আমাদের সমাজে, যারা অবহেলিত, ছেলেমেয়ে আছে, তাদের বাবার হাতে টাকা পয়সা দিতে পারে না। সেই থেকে তাদের প্রতি আমার আন্তরিকতা ও ভালোবাসা জন্মে। হঠাৎ করে সত্তরোর্ধ্ব মুরব্বিদের বিনামূল্যে চা খাওয়ানোর সিদ্ধান্ত নেই। ওই এলাকার বাসিন্দা গোলাম রাসুল কৃষিকাজ করেন। চা খেতে এসেছেন তিনি। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, হোসাইন খুব ভালো উদ্যোগ নিয়েছে, আমরা এতে খুব খুশি। ভ্যানচালক কুদ্দুস শেখ বলেন, হোসাইন খুব ভালো ছেলে। সে আমাদের ফ্রি চা খাওয়াচ্ছে। আমি তার জন্য দোয়া করি, সে যেন আরও ভালো কাজ করতে পারে।