ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার ১

ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগ গ্রেপ্তার ১

ফেনীতে ডিআইজি পরিচয়ে প্রতারণার অভিযোগে আজিম উদ্দিন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মিয়ার নেতৃত্বে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আজিম চট্টগ্রামের মিরসরাই এলাকার আবু জাফরের ছেলে। জানা যায়, ফেনী সদরের ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক রিপনের ভাতিজা মহসিনকে ডিআইজি পরিচয়ে মামলার হুমকি দেয় এই প্রতারক। পরবর্তীতে তার দেয়া মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মিয়া জানান, আজিমের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় দুটি মিরসরাইয়ে দুটি ফেনী থানায় একটিসহ পাঁচটি প্রতারণার মামলা রয়েছে।

জানা গেছে, পটিয়া পৌরসভার ১০টাকার পার্কিং চার্জ নিয়ে স্থানীয় ওমর আলী নামের একব্যক্তির সঙ্গে গত ৩০ জানুয়ারি দুপুর ১টায় ইজারাদারের কর্মচারীর সঙ্গে বাকবিতন্ডা হয়। এ ঘটনার পর ওমর আলীর পুত্র কিশোর গ্যাংয়ের সদস্য মোহাম্মদ সোহেল ক্ষুব্ধ হয়ে আরো কিছু কিশোর গ্যাংয়ের সদস্য নিয়ে ঘটনাস্থলে গিয়ে অতর্কিতভাবে ইজারাদার আবদুল মান্নান ও মো. বদিউল আলমকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সেই ঘটনায় ৩ ফেব্রুয়ারি ইজারাদার আবদুল মন্নান চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং অপর আহত টেম্পু শ্রমিক সমিতির অর্থ সম্পাদক বদিউল আলম চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত