ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ডিসি ফ্লাওয়ার পার্কে ফুলের মেলা ১০ ফেব্রুয়ারী

ডিসি ফ্লাওয়ার পার্কে ফুলের মেলা ১০ ফেব্রুয়ারী

চট্টগ্রামের সীতাকুণ্ডে রকমারী ফুলের মেলা দিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে ডিসি ফ্লাওয়ার পার্ক। সীতাকুণ্ডে উদ্ধারকৃত ১ হাজার কোটি টাকার সরকারি জায়গায় ফৌজদারহাট টোল রোডের বিএস দাগের ১নং খাস খতিয়ানের সরকারি জায়গা দখল করে ২০ বছর আগে গড়ে ওঠা শুকতারা চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্কটিকে ডিসি ফ্লাওয়ার পার্ক করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে সরকারের খাস খতিয়ানভুক্ত বেদখলকৃত এ জায়গা উদ্ধার পরবর্তী পরিদর্শন শেষে ডিসি ফ্লাওয়ার পার্ক করার তাৎক্ষণিক ঘোষণা দেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। সরেজমিন গিয়ে দেখা গেছে, সাবেক শুকতারা রেস্টুরেন্ট ও পার্কের চতুর্দিকে বিশাল চওড়া আকৃতির সড়ক নির্মাণ করা হচ্ছে। এটিকে ডিসি ফ্লাওয়ার পার্কে রূপান্তর করতে মাঝখানে খালি জায়গা রেখে দুই পাশে মনোমুগ্ধকর ফুলের বাগান সৃজনের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন কর্তৃক অর্থনৈতিক ভাবে অতীব গুরুত্বপূর্ণ এ জায়গায় রাজকীয় ফুল টিউলিপসহ দেশী বিদেশী নানান জাতের সৌন্দর্য্য বর্ধনকারী রকমারী ফুল গাছ লাগানো হচ্ছে। জেলা প্রশাসকের নির্দেশে এ মহাপরিকল্পনাটি বাস্তবায়নে দ্রুত কাজ করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। আগামি ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ডিসি ফ্লাওয়ার পার্কে ফুলের মেলা উপভোগ করবে সর্ব সাধারণ তথা ফুল প্রেমীরা। মেলাকে সামনে রেখে সড়ক সংস্কার, বিভিন্ন প্রজাতির ফুলের সাজ সজ্জা সহ নানাবিধ কর্ম যজ্ঞ সম্পাদন করে যাচ্ছেন সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। জানা গেছে, উপজেলার ১০নং সলিমপুর ইউনিয়নের উত্তর সলিমপুর মৌজার বিএস দাগের ১নং খাস খতিয়ানের ও এর আশেপাশে অবৈধভাবে দখলে থাকা ১৯৪ দশমিক ৯৮ একর সরকারি জায়গা উদ্ধার করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। গত ৪ জানুয়ারি সীতাকুণ্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলমের নেতৃত্বে উক্ত অভিযান চালানো হয়। এসময় বেড়িবাঁধ সংলগ্ন প্রায় শতাধিক অবৈধ ভাবে গড়ে উঠা দোকান, ঘর, একটি পার্ক বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা ভূমি সহকারী কমিশনার আশরাফুল আলম সাংবাদিকদের বলেন, ১৯৪ দশমিক ৯৮ একর সরকারি খাস খতিয়ানে দখল করা জায়গা টাকার মূল্যে প্রায় এক হাজার কোটি টাকা। দীর্ঘ দিন যাবত জায়গাটি কতিপয় ভূমিদস্যুরা দখল করে রেখেছিল। বিষয়টি জেলা প্রশাসক স্যারের দৃষ্টিগোচর হলে আমাদেরকে উচ্ছেদের নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী আমরা জায়গা দখল ছেড়ে দিতে দখলদারদের কয়েকটি নোটিশ প্রদান করি। কিন্তু দখলদাররা তা অমান্য করে জোর পূর্বক থাকার চেষ্টা চালানোয় আমরা গত ৪ জানুয়ারি ২০২৩ ইং জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে উক্ত জায়গা উদ্ধার করতে সক্ষম হই। এরপর জায়গাটি পরিদর্শনে এসে জেলা প্রশাসক স্যার জায়গাটিতে সৌন্দর্য্য বর্ধনে যা যা করনীয় তা তা করার নির্দেশনা প্রদান করেন? সেই মোতাবেক আমরা এখানে টিউলিপ ফুলের চারা রোপণ করেছি। ফুলের মেলার বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, আগামি ১০ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের মেলা অনুষ্ঠিত হবে। মেলায় দেশ-বিদেশের প্রায় শতাধিক ফুল থাকবে। ফুল প্রেমিকদের ফুলের প্রতি আরো বেশি আকর্ষণ বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আশা করছি আগামি ১০ তারিখের মধ্যে সবগুলো গাছে ফুল নান্দনিক শোভা বর্ধন করবে। মেলায় ফুলের সৌন্দর্য পাশাপাশি বাড়তি আকর্ষণ থাকবে নৌকা বাইচ, বিশাল আকৃতির রাইড, যার পাশে ৬৫০ থেকে ৭০০ ফুট প্রশস্ত থাকবে। সকল ফুল প্রেমিকদের এ মেলায় এসে ফুলের শোভা গ্রহণ করতে আহ্বান জানান তিনি। সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘চট্টগ্রাম জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক আমরা ফৌজদারহাট টোল রোডের উদ্ধারকৃত জায়গায় ডিসি ফ্লাওয়ার পার্ক করার যাবতীয় কাজ করে যাচ্ছি। একইভাবে আগামী ১০ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ফুলের মেলায় ফুল প্রেমিকদের আকৃষ্ট করতে দেশ-বিদেশের বিভিন্ন প্রজাতির ফুল সংগ্রহের কাজ চলমান রয়েছে। সব চাইতে রোমাঞ্চকর বিষয় হলো এ ডিসি ফ্লাওয়ার পার্কে পাখিরা কিচিরমিচির সুরে গাইবে, ফুল প্রেমীরা জুটি বেঁধে ঘুরে বেড়াবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত